24 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » দেশে করোনায় শনাক্ত কমেছে

দেশে করোনায় শনাক্ত কমেছে


বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি পুরুষ, তিনি রংপুর বিভাগের বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৫৬ জনে দাঁড়ালো। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। ফলে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনে দাঁড়িয়েছে। এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন।

শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে  বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০১ শতাংশ। এখন পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। প্রতি একশ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ, মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ