27 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে লড়বে আওয়ামীপন্থী দুই দল

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে লড়বে আওয়ামীপন্থী দুই দল

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে লড়বে আওয়ামীপন্থী দুই দল

বিএনএ,নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সোমবার (২৭ ডিসেম্বর) এতে মোট ১১ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্ববিদ্যালয়টির আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল স্বাধীনতা শিক্ষক পরিষদ। নির্বাচনকে ঘিরে এরইমধ্যে দুটি দলই প্যানেল ইশতেহার ঘোষণার পাশাপাশি প্রচারপ্রচারণা শুরু করেছে। নির্বাচনে আওয়ামীপন্থী দুটি দল অংশ নিলেও নেই বিএনপি সমর্থিত কোনো প্যানেল

আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীল দল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাপ্লাইড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক . নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক . ফিরোজ আহমেদ, সহসভাপতি পদে বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক . মো. আবু নছর মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক পদে আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক . ফাহদ হুসাইন, প্রচার সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা শফিক রহমান, ক্রীড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মারুফ রহমান, সদস্য পদে শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. ছারোয়ার উদ্দিন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুস সালাম

অন্যদিকে আওয়ামীপন্থী আরেক শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাপ্লাইড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক . মোহাম্মদ ইউসুফ মিঞা, সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক . মোহাম্মদ আনোয়ারুল বাশার, সহসভাপতি পদে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার, যুগ্মসাধারণ সম্পাদক পদে কৃষি বিভাগের সহকারী অধ্যাপক . মোহাম্মদ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস, প্রচার সম্পাদক পদে শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো.সিয়াম, ক্রীড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম, সদস্য পদে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক . আব্দুল্লাহআলমামুন, বায়োটেকনোলোজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক . মো. মফিজুল ইসলাম, শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়ালিউর রহমান আকন্দ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক এইচ. এম. মুস্তাফিজুর রহমান

উল্লেখ্য, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক . এস. এম. মাহবুবুর রহমান। ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অবন্তি বড়ুয়া।

বিএনএনিউজ২৪.কম/শাফি/এনএএম

Loading


শিরোনাম বিএনএ