16 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

বাসের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

বিএনএ, ঢাকাঃ ঢাকায় রাস্তা পারাপারের সময় রাজধানী এক্সপ্রেস বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। এ সময় তার কোলে থাকা এক শিশু কোল থেকে ছিটকে পড়ে আহত হয়েছে। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলছুমের বাড়ি বরিশালের মেনেন্দীগঞ্জ উপজেলায়।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ইসিবি চত্বরের বাসস্ট্যান্ডে এক নারী ২ বছরের মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে বসুমতি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে ওই নারী নিহত হন এবং মেয়ে দূরে ছিটকে পড়ে। এতে সে আহত হয়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, আহত শিশুকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ