20 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ইনজুরিতে নেইমার, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা

ইনজুরিতে নেইমার, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা

নেইমার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ম্যাচ শুরু করেছিলেন রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে। আর দুই গোল করলেই পেলের সমান ৭৭ গোলের মালিক হতে পারতেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেয়েছে দারুণ জয়ও। কিন্তু দিনশেষে শঙ্কায় সেলেসাওদের প্রাণভোমরা নেইমার।

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ছিলেন মাঠে। ওঠার সময় ২-০ গোলের লিডে সেলেসাওরা। তবুও মাঠ থেকে কী আর উঠতে চান নেইমার? কিন্তু বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। কারণ ডান পায়ের গোড়ালিতে পেয়েছেন ব্যথা। দ্বিতীয়ার্ধে তাকে একাধিকবার সার্বিয়ান ফুটবলারদের ফাউলের শিকার হতে হয়েছে। গোটা ম্যাচে মোট ৯ বার। এর মধ্যে নিকোলা মিলানকোভিচের ফাউলটি ছিল সবচেয়ে সর্বনাশা। মাঠ ছাড়ার সময় দেখা যায় অনেকটাই বিষণ্ন নেইমার। চোখে ছিলো পানি। এরপর ম্যাচ শেষে বিভিন্ন ফুটেজে দেখা যায় তার ডান পায়ের গোড়ালি ফুলে গেছে।

ব্রাজিলের টিম চিকিৎসক জানিয়েছেন, এই ব্যথা নিয়ে নেইমার শেষ ১১ মিনিট মাঠে খেলা চালিয়ে গেছেন। যা কাল হয়ে দাঁড়িয়েছে তার। তবে ইনজুরি নিয়ে এখনই কিছু বলতে পারছেন না তারা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মতো সময় লাগতে পারে এই ইনজুরি সেরে উঠতে। তবে সেটি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে কোচ তিতে জাগাচ্ছেন আশার আলো। জানিয়েছেন, নেইমারের ইনজুরি যতটা খারাপ দেখাচ্ছে ততটা নয়। দ্রুতই সেরে উঠবেন নেইমার, বিশ্বকাপেও খেলবেন।

বিশ্বকাপে নেইমারের ইনজুরি ভাগ্য অনেক খারাপ। এর আগে, ২০১৪ সালের ঘরের মাঠে সেমিফাইনালের আগে ইনজুরিতে পড়ে ছিটকে যেতে হয়েছিলো তাকে। ২০১৮ সালের বিশ্বকাপেও ছিলেন না পুরো ফিট। এমনকি এ বছরের শুরুতেও লম্বা ইনজুরিতে ছিলেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ