27 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » চকরিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চকরিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী বাইকারও গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর দরগাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে রিয়াদ উদ্দিন (৩১) এবং একই উপজেলার গোসারকান্দি এলাকার মো. দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)। আহত নারী বাইকারের নাম অথৈ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে তিন বাইকার মোটরসাইকেলে করে মাদারীপুর থেকে কক্সবাজার যাচ্ছিলেন। তারা ইসলামনগর দরগাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে মুসা মোল্লাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ উদ্দিন ও মুসা মোল্লা মারা যান।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন জানিয়েছেন, পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রিয়াদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মুসা মোল্লাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার ইউনিক হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

ওসি আরিফুল আমিন আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে, কিন্তু ঘাতক পিকআপ ট্রাকটি পালিয়ে গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ