27 C
আবহাওয়া
১:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় ‘যত দ্রুত সম্ভব’ যুদ্ধবিরতি শুরু করা উচিত : শি জিনপিং

গাজায় ‘যত দ্রুত সম্ভব’ যুদ্ধবিরতি শুরু করা উচিত : শি জিনপিং


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ‘যত দ্রুত সম্ভব’ যুদ্ধবিরতি শুরু করা উচিত বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চীনা সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে শি জিনপিং ইরানের প্রতি চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় চীন সবসময় সহযোগিতা করবে। চীন ইরানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বজায় রাখতে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে পেজেশকিয়ান জানান, ইরান অবকাঠামো ও ক্লিন এনার্জির মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। তিনি বলেন, বৈশ্বিক আধিপত্য ও বল প্রয়োগের বিরুদ্ধে ইরান চীনের সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান নেবে। উল্লেখ্য, এ বৈঠক ছিল জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার মুখোমুখি আলোচনা।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ