25 C
আবহাওয়া
৬:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে : বাইডেনকে সৌদি যুবরাজ

গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে : বাইডেনকে সৌদি যুবরাজ

বাইডেনকে সৌদি যুবরাজ

বিশ্বডেস্ক:  সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্ঠাকে প্রত্যাখ্যান করে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা জরুরি দরকার।

বুধবার(২৫ অক্টোবর) সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোন কলে আলাপকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

টেলিফোনে আলাপকালে দু নেতার সাথে গাজায় সামরিক অভিযান বৃদ্ধি হ্রাসে মূলত আলোচনা হয় বলে এসপিএর খবরে বলা হয়েছে।

মোহাম্মদ বিন সালমান বলেন, “নিরপরাধ মানুষের জীবন হানি করে এমন সামরিক অভিযান বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করার জন্য অবিলম্বে কাজ করার প্রয়োজন এবং বেসামরিক নাগরিকদের যে কোনও উপায়ে টার্গেট করা বা তাদের দৈনন্দিন জীবন বা জোরপূর্বক বাস্তুচ্যুতিকে প্রভাবিত করে এমন অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্বার্থগুলিকে টার্গেট করা উচিত নয়।”

তিনি মধ্যপ্রাচ্যে শান্তির প্রয়োজনীয়তা তুলে ধরে , বিরাজমান পরিস্থিতির অবনতি রোধে সামরিক উত্তেজনা বন্ধ করা এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাইডেনের প্রতি আহবান জানান।

সৌদি যুবরাজ গাজার ওপর অবরোধ তুলে নেয়ার এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার পাশাপাশি ছিটমহলে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে “উত্তেজনার গতি কমাতে এবং এটিকে অঞ্চলে বিস্তৃত হওয়া থেকে রোধ করার প্রচেষ্টার জন্য বিন সালমানকে ধন্যবাদ জানান।”

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ