25 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ


বিএনএ, কুমিল্লা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বাতাসে গাছ ভেঙে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও ভবেরচর এলাকায়  ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘন্টা বন্ধ থাকার পর যান চলাচল শুরু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়কের দাউদকান্দি এলাকার ধীতপুর, হাসানপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। মহাসড়ক থেকে এসব গাছ অপসারণ করছে ফায়ার বিগ্রেড কর্মীরা।গাছ অপাসারণে ফায়ার বিগ্রেডের পাশাপাশি হাইওয়ে পুলিশও কাজ করছে।

তিনি বলেন, ‘মহাসড়কে বেশ কিছু গাড়ি এলোপাতাড়ি চালানোর কারণে ২ লেনে যানজটের সৃষ্টি হয়। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। কিছু গাছ অপসারণের পর রাত সাড়ে ১১টা থেকে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ