বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে গৃহবন্দী করেছে সেনাবাহিনীর একটি অংশের সদস্যরা। সোমবার (২৫ অক্টোবর) সকালে তারা প্রধানমন্ত্রীর বাসভবনের নিয়ন্ত্রণ নেন এবং তাকে গৃহবন্দী করেন।
দেশটির আল হাদাথ টেলিভিশনের বরাত দিয়ে আলজাজিরা এ কথা বলেছে। তবে বিষয়টি তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি বলে আলজাজিরা জানিয়েছে।
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে সামরিক বাহিনী গ্রেফতারের পরই হামদকের গৃহবন্দি হওয়ার খবর পাওয়া গেলো।
রাজধানী খার্তুম থেকে আল-জাজিরার রিপোর্টার হিবা মরগান বলেন, সুদানে ‘টেলিযোগাযোগ সেবা বন্ধ করা হয়েছে’। আপাতত তাই ‘কী হচ্ছে সে সম্পর্কে তথ্য পাওয়া খুব কঠিন’ হয়ে দাঁড়িয়েছে।
‘তবে শিল্পমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। গ্রেফতারের কয়েক মিনিট আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে লেখেন, তার বাড়ির বাইরে সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিতি দেখা গেছে’, যোগ করেন মরগান।
বিএনএনিউজ২৪/ এমএইচ