17 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে থানা থেকে পলাতক সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে থানা থেকে পলাতক সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে থানা থেকে পলাতক সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া বহুল আলোচিত যুবলীগ নেতা সাইফুল ইসলাম সজিবকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ওসি আরিফুর রহমান।

জানা যায়, সাইফুল উপজেলার পূর্ব কলাউজান বলিপাড়ার নজির আহমেদের ছেলে। তিনি পদহীন নামধারী স্থানীয় যুবলীগ নেতা। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে পার্শ্ববর্তী উপজেলা বাশঁখালীর বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে থানা থেকে পালিয়ে এতদিন আত্মগোপনে ছিলো।

বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান । তিনি বলেন, সাইফুলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ভোরে সাইফুলকে উপজেলার কলাউজান বাংলা বাজার বাহাদুর পাড়ার একটি বাড়ি থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে একইদিন পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কৌশলে পালিয়ে যায় সে।

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত