14 C
আবহাওয়া
২:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ১০ বছর পর নায়িকার ঘরে স্বপ্নের গাড়ি

১০ বছর পর নায়িকার ঘরে স্বপ্নের গাড়ি

মমতা

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মমতা মোহনদাস। অন্য তারকাদের মতো বিলাসবহুল গাড়ির প্রতি তারও ভালোবাসা কম নয়। দীর্ঘ ১০ বছরের বেশি সময় অপেক্ষার পর স্বপ্নের গাড়ি কিনলেন এ অভিনেত্রী।

হলুদ রঙের এ গাড়ির সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মমতা মোহনদাস। আর ক্যাপশনে লিখেছেন-‘আজ একটি স্বপ্ন পূর্ণ হলো। এই সূর্যরশ্মির জন্য এক দশকের বেশি সময় অপেক্ষা করেছি। আমার পরিবারে নতুন সদস্য হিসেবে যুক্ত করতে পেরে আমি গর্বিত। পোর্শ ৯১১ ক্যারেরা এস (রেসিং ইয়োলো)।’

গাড়ি ও মোটরসাইকেলের প্রতি মমতার অন্যরকম আগ্রহ। প্রায়ই তার ইনস্টাগ্রাম পোস্টে ভেসে বেড়ায় মোটরসাইকেল ও গাড়ি চালানোর ছবি কিংবা ভিডিও। কয়েক মাস আগে একটি পোস্ট করেছিলেন মমতা। তাতে জানান, ১৫ বছর পর স্পোর্টস বাইক চালালেন তিনি। বেঙ্গালুরুতে থাকাবস্থায় বাইক রাইডের নানা স্মৃতিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

২০০৫ সালে মালায়ালাম ভাষার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মমতার। এরপর তামিল-তেলেগু ভাষার অনেক সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে মালায়ালাম ভাষার ৬টি ও তামিল ভাষার দুটি সিনেমার কাজ রয়েছে এ অভিনেত্রীর হাতে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ