20 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » আনসার-শিক্ষার্থী সংঘর্ষ: আহত ৪০

আনসার-শিক্ষার্থী সংঘর্ষ: আহত ৪০

সচিবালয়ের সামনে শিক্ষার্থী- আনসার

ঢামেক হাসপাতাল প্রতিনিধি : রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছে।তাদের মধ্যে ৮জন শিক্ষার্থী। গুরুতর ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়।

পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৫ আগস্ট) রাতে এই সংঘর্ষে আহত হয়ে অন্তত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, শিক্ষার্থী, আনসার সদস্যসহ আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তাঁদের মধ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রয়েছেন।

 

পড়ুন আগের খবর : সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার উত্তেজনা,সংঘর্ষ

বিএনএনিউজ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ