16 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কাপ্তাই হ্রদে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু

কাপ্তাই হ্রদে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটি

বিএনএ,রাঙামাটি: রাঙামাটির লংগদুতে নৌকা ডুবে নবী শেখ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুর ১২ টার দিকে কাপ্তাই হ্রদে এ দূর্ঘটনাটি ঘটে ।

স্থানীয়রা জানান, লংগদু উপজেলার মাইনী বাজার থেকে কাপ্তাই হ্রদ দিয়ে নৌকা করে বাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নৌকার ঢেউয়ে অন্য একটি নৌকা উল্টে যায়। এতে নবী শেখ (৭৫) নামের ওই বৃদ্ধ ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে কাপ্তাই হ্রদ পানিতে ভরপুর। এতে লংগদু উপজেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জানা যায়, নিহত- নবী শেখ (৭৫) লংগদুর বগাচত্বর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. বেলাল হোসেন বলেন, দুপুরে পানিতে ডুবে যাওয়া একজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

বিএনএনিউজ/ ছোটন/নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ