26 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » পেকুয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

পেকুয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

কক্সবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় পুকুরে গোসল করতে নেমে মাহি বিন করিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১টায় উপজেলা পরিষদের পুকুরে এই ঘটনা ঘটে।

মাহি বিন করিম উপজেলার রাজাখালী ইউনিয়নের প্রবাসী মাহমুদুল করিমের ছেলে। সে পেকুয়া সরকারি মডেল জিএমসি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল খেলার পর মাহি বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে । সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। এ সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয় তার বন্ধুরা। পরে দেরি হচ্ছে দেখে বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ