20 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে বাসের ধাক্কায় রিকশা চালক নিহত

মিরসরাইয়ে বাসের ধাক্কায় রিকশা চালক নিহত

মিরসরাইয়ে বাসের ধাক্কায় রিকশা চালক নিহত

বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় নুরুল আলম (৬০) নামে এক ব্যাটারিচালিত রিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম ১৩ নং মায়ানী ইউনিয়নের ১নং  সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তারের পুরাতন বাড়ির মৃত আমির বক্সের ছেলে।

বড়তাকিয়া বাজারের ব্যবসায়ি আরিফ জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফেনী থেকে চট্টগ্রামমুখী স্টার লাইন পরিহবহনের একটি দ্রতগামী বাস ধাক্কা দিলে রিকশা চালকসহ ৩ জন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। রিকশাটি দুমড়ে মুছড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ১জনকে প্রাথমিক চিকিৎসা দেয়। অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের  মিরসরাই সদরের সেবা হাসপাতালে নিয়ে আসে। সেখানে শারীরিক অবস্থার আরো অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিকশা চালক নুরুল আলম মারা যান।

দুর্ঘটনাটি জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণাধীন এলাকায় হলেও তারা উক্ত সড়ক দুর্ঘটনার ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছেন।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ