বিএনএ, ফেনী : ফেনীতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দেওয়ায় ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। বৃহম্পতিবার রাত তিনটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া কাজী বাড়ীর শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাস এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করে।
একরামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। চট্টগ্রাম নেওয়ার পথে তিনিও মারা যান।
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিএনএনিউজ/এইচ.এম।