14 C
আবহাওয়া
৯:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » পুলিশ থেকে মাকে বাঁচাতে কিশোরীর আত্মহত্যা!

পুলিশ থেকে মাকে বাঁচাতে কিশোরীর আত্মহত্যা!

আত্মহত্যা

বিএনএ ঢাকা: রাজধানীর পল্লবীতে পুলিশের হাত থেকে মা’কে বাঁচানোর জন্য বৈশাখী (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পল্লবী থানার আদর্শ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকায় লাভলী নামের এক নারীর কাছে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ৫ লাখ টাকা দাবি ও মারধরের অভিযোগ করেছে পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে। এছাড়া মা’কে ছাড়াতে গিয়ে বৈশাখী নামের মেয়ে আত্মহত্যা করেছে বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে এবং পুলিশও লাঠিচার্জ করে। পরে দিবাগত রাত ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে পুলিশ জানায়, পল্লবীর আদর্শ নগরের ২১ নম্বরের এক বাসায় মাদক উদ্ধারে যায় পল্লবী থানা পুলিশের একটি দল। চোরাকারবারের অভিযোগে অভিযান চালিয়ে মাদকসহ লাভলী নামে এক নারীকে আটক করা হয়। এতে বাঁধা দেয় ওই নারীর মেয়ে বৈশাখী। পুলিশের হাত থেকে মাকে ছাড়িয়ে নিতে একপর্যায়ে বাসার ভেতর ওই মেয়ে আত্মহত্যা করে।

এই বিষয়ে জানতে চাইলে নিহত বৈশাখীর মামা মো. সুজন বলেন, ‘আমার বোন লাভলীর বিরুদ্ধে গাঁজা ব্যবসার অভিযোগ করে পুলিশ। থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই অভিযোগে পল্লবী থানার ৫ জন পুলিশ ও তিন-চারজন সোর্স ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় লাভলীকে পুলিশ মারধর করে। এসময় আমার ভাগনি বৈশাখী তার মাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে আত্মহত্যার হুমকি দেয়।

’তিনি জানান, ‘পুলিশ পাশের রুমে আমার ভাগনিকে আটকালে ওই রুমে সে দড়ি  গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর এলাকাবাসী ওই ৫ জন পুলিশকে দুই থেকে তিন ঘণ্টা আটকে রেখে থানায় খবর দেন। পরে থানা থেকে ৫০/৬০ জন পুলিশ এসে এলাকার লোকজনকে মারধর করে অভিযানে আসা ৫ পুলিশকে ছাড়িয়ে নিয়ে যায়।’

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা বলেন, ‘পল্লবী থানার একটি টিম মাদক উদ্ধারে ঘটনাস্থলে যায়। লাভলী নামের এক নারীর কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে পুলিশ। তাকে নিয়ে বাসা থেকে নেমে আসতে চায় পুলিশ। এসময় ওই নারীর মেয়ে আত্মহত্যার হুমকি দিয়ে পুলিশকে বাঁধা দেয়। একপর্যায়ে মেয়েটি আত্মহত্যা করে। পরে এলাকাবাসী ওই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এছাড়া লাভলীর কাছ থেকে মাদক উদ্ধারের যে অভিযান সেই ফুটেজও আছে। এজন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে বলেন তিনি।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘নিহতের বাবা তার মেয়ের আত্মহত্যার বিষয়ে একটি ইউডি মামলা করবেন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।’

বিএনএ/ আজিজুল, ওজি/হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ