বিএনএ, ঝালকাঠি : ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে যাওয়ায় ১৭ জন নিহতের ঘটনায় সে বাসের সুপারভাইজার মিজান হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)। সোমবার (২৪ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৪ জুলাই) রাত ৯ টায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তার মিজান নলছিটি উপজেলার পূর্বরায়াপুর (বটতলা) এলাকার মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, গত শনিবার সকাল ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী বাস বাশার স্মৃতি পরিবহন অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। পথিমধ্যে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ১৭ জনের প্রাণহানি ও ৩৫ জন আহত হয়েছেন।
এ ঘটনায় সদর থানা-পুলিশের এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে র্যাব। ঘটনার প্রায় ৫৫ ঘণ্টা পরে রাজাপুর থেকে অভিযান চালিয়ে ঘাতক বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে আটক করতে সক্ষম হয়।
আসামি মিজানকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব। সদর থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ গ্রেপ্তার ও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা