23 C
আবহাওয়া
১২:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

বিএনএ, ঢাকা : রাজধানীর পল্লবীতে লিফটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন সর্দার (২২) নামে এক যুবক মারা গেছে। শুক্রবার বেলা ২টার দিকে মিরপুরের পল্লবীর ১২ নম্বর সেকশন ডিওএইচএস এলাকায় নির্মাণাধীন ভবনের ৮ তলায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেলে দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী নাছির উদ্দিন বলেন, পল্লবীর ১২ নম্বর সেকশনের ডিওএইচএস এলাকায় একাত্তর ডেভলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।দুপুরে শাওন লিফটের উপরে উঠে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

তিনি আরও বলেন, শাওনের বাড়ি বরিশাল জেলার গৌরনদি উপজেলায়। বাবার নাম বাবুল সর্দার। মৃত শাওন মুগদা মানিকনগর এলাকার একটি মেসে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শাওনের মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, ওজি 

Loading


শিরোনাম বিএনএ