16 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » ইয়াস মোকাবেলায় কক্সবাজারে প্রশাসনের প্রস্তুতি

ইয়াস মোকাবেলায় কক্সবাজারে প্রশাসনের প্রস্তুতি

ইয়াস মোকাবেলায় কক্সবাজারে প্রশাসনের প্রস্তুতি

বিএনএ কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজারের জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষনিক কন্ট্রোল রুম চালু, উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সংখ্যক যানবাহন ও নৌযান প্রস্তুত রাখা আছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচির (সিপিপিপি) ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জেলার ৫৭৬ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ২৫ টি মুজিব কিল্লায় মানুষ ও গবাদি পশু আশ্রয়ের জন্য প্রস্তুত রাখতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

এদিকে, সোমবার(২৪ মে) সন্ধ্যা থেকে কক্সবাজারের উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।সাগরে মাছ ধরা বন্ধ থাকায় গত ২০ মে থেকে মৎস্য আহরণের সকল নৌযান নিরাপদে আশ্রয়ে রয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ