বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ২৪ মে) কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— নাহিদ আহমেদ চৌধুরী (২০), আব্রাহীম ইসলাম প্রকাশ রাহিম (১৭) ও মো. রোহান মেহরাজ (১৬)। এ সময় তাদের কাছ থেকে ৩টি স্টীলের ছোরা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, সদরঘাট থেকে কিশোর গ্যাংয়ের এসব সদস্য ফিরিঙ্গি বাজার এলাকায় মারামারি করতে যায়। ঘটনাস্থলে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান। বিএনএনিউজ২৪/আমিন