27.5 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে প্রাকৃতিক গ্যাসের গন্ধ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ব্যাখ্যা

রাজধানীতে প্রাকৃতিক গ্যাসের গন্ধ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ব্যাখ্যা

রাজধানীতে প্রাকৃতিক গ্যাসের গন্ধ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ব্যাখ্যা

বিএনএ, ঢাকা: সোমবার (২৪ এপ্রিল) রাজধানীর রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলি রোডসহ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তিতাস গ্যাসের ১৪টি ইমার্জেন্সি টিম এ সকল এলাকা সরেজমিন পরিদর্শন করে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রদান করে।

একই সাথে যে সমস্ত ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের মাধ্যমে ঢাকায় গ্যাস সরবরাহ করা হয়ে থাকে, সে সকল স্টেশন থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয়া হয়। ফলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শিল্প-কারখানা বন্ধ থাকাসহ স্বাভাবিক সময়ের তুলনায় গ্যাসের ব্যবহার হ্রাস পাওয়ায় গ্যাস সরবরাহ লাইনে চাপ কিছুটা বৃদ্ধি পায়। বর্তমানে গ্যাসের সরবরাহ লাইনে চাপ স্বাভাবিক রয়েছে এবং গ্যাসের সরবরাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ প্রেক্ষিতে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে গ্যাস ও গ্যাসের চুলা ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।

বিএনএনিউজ/বিএম

 

Loading


শিরোনাম বিএনএ