বিএনএ, চুয়েট: সিমাগো ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২১ অনুযায়ী দেশের হয়ে গনিতে ২য়, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান, এনার্জি এই তিন সূচকে ৩য় স্থান। এছাড়া ফিজিক্স এন্ড অ্যাস্ট্রোনমি সূচকে দেশে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২১ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং ইতোমধ্যে প্রকাশ করেছে।সিমাগো বিভিন্ন সূচক ও ক্যাটাগরি বিবেচনায় র্যাংকিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই পাঁচ বছরে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।
উদ্ভাবন সূচকে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, যৌথভাবে ছয় নম্বরে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়(চুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপর সপ্তম স্থানে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়(কুয়েট), অষ্টম স্থানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নবম স্থানে ইসলামিক ইউনিভার্সিটি অভ টেকনোলজি ও দশম স্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এছাড়া সার্বিক বিবেচনায় (গবেষণা-৫০%, সামাজিক প্রভাব-২০% ও উদ্ভাবন-৩০%) সিমাগো র্যাঙ্কিং ২০২১ অনুযায়ী দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হল- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ১৩তম স্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
বিএনএনিউজ/রব্বানী,মনির