24 C
আবহাওয়া
১:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ভারতের বায়োটেকের ভ্যাকসিন ক্রয়ে সরকারি হাসপাতালে ৬০০ রুপি, বেসরকারিতে ১২০০

ভারতের বায়োটেকের ভ্যাকসিন ক্রয়ে সরকারি হাসপাতালে ৬০০ রুপি, বেসরকারিতে ১২০০


বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা ‘কোভ্যাক্সিন’ কিনতে দেশটির রাজ্য সরকারের খরচ পড়বে ডোজপ্রতি ৬০০ রুপি। আর বেসরকারি হাসপাতালগুলোর কাছে এই টিকা বিক্রি করা হবে প্রতি ডোজ এক হাজার ২০০ রুপিতে।

শনিবার (২৪ এপ্রিল) হায়দরাবাদভিক্তিক ভারত বায়োটেক এই ঘোষণা দিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’-এর প্রতিডোজ ৪০০ রুপিতে বিক্রির ঘোষণায় সমালোচনার মুখে পড়েছিল টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)।

ভারতে চলমান টিকাদান কর্মসূচিতে ‘কোভ্যাক্সিন’ এবং ‘কোভিশিল্ড’-এর ডোজই দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে ১৫০ রুপিতে এক একটি ডোজ বিক্রি করলেও রাজ্য সরকারগুলোকে তা কেন ৪০০ রুপিতে কিনতে হবে অথবা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সে দাম কেন ৬০০ রুপি— সে প্রশ্ন উঠেছে। যদিও সেরামের শীর্ষকর্তা আদার পুনাওয়ালার মন্তব্য, ‘এই মুহূর্তে যে দুইটি টিকা ভারতে ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে কোভিশিল্ড-ই সবচেয়ে সস্তা।’
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ