17 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ববি সাংবাদিকতা বিভাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ববি সাংবাদিকতা বিভাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 


বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোববার (২৫) মার্চ বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস সংযমের মাস আমাদের পিতা মাতার জন্য সকলে দোয়া করব। সকলের বাবা মা-বাবা যেন ভালো থাকে, সকলেই যেন এক হয়ে থাকতে পারি এবং এক হয়ে কাজ করতে পারি সেই আশা ব্যক্ত করেন তিনি।

বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দিন, সহকারী অধ্যাপক মো. ফরহাদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর, ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু জাফর মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মকতা ও কর্মচারীরা।

ইফতার মাহফিলে বিভাগের ছয়টি ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিএনএ/রবিউল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ