22 C
আবহাওয়া
১:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার দুই সরকারী কর্মকর্তার সঙ্গে জানিপপ চেয়ারম্যানের মতবিনিময়

ছাগলনাইয়ার দুই সরকারী কর্মকর্তার সঙ্গে জানিপপ চেয়ারম্যানের মতবিনিময়


বিএনএ, ফেনী:জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ দ্বাদশ সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভা করেছেন ছাগলনাইয়ার ইউএনও মৌমিতা দাশ ও উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ালের সঙ্গে। গত বুধবার বিকেলে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে পৃথক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন পূর্ব স্হানীয় প্রশাসনের প্রস্তুতি এবং সার্বিক বিষয়ে আলোচনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা বাংলাদেশ anti-drug ফেডারেশনের উপদেষ্টা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি, ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ