25 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রেমিকের বাবাসহ আটক ২

প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রেমিকের বাবাসহ আটক ২

সংঘবদ্ধ ধর্ষণ

বিএনএ, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে কিশোরী প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বাবাসহ দুইজনকে  আটক করেছে পুলিশ।

‘বৃহস্পতিবার(২৫ ) মাচদুপুরে কালিয়াকৈর থানার তথ্যমতে, পূর্বচান্দরা এলাকার এ ঘটনায় বুধবার দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন, ‘প্রেমিক’ সাগর হোসেনের বাবা মুন্না মিয়া (৪৫), সাগরের সহযোগী মামুন (২০) । তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায়।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই কিশোরী স্থানীয় এক পোশাক তৈরির প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী।
সে অনেক দিন যাবত ঐ কেন্দ্রে কাজ করছে।
একই রাস্তা দিয়ে প্রেমিক সাগরের যাতায়াতের সুবাদে স্থানীয় পোশাক কারখানার শ্রমিক সাগরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরবর্তীতে তাদের ভালোই চলছিল।

তিনি আরো বলেন, এ সম্পর্কের সূত্রের মায়ার টানে গত মঙ্গলবার রাত ৯.৩০ মিনিটের সময় প্রেমিক সাগর ওই কিশোরীকে মোবাইল

ফোনের মাধ্যমে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়।
পরে আগে থেকেই অবস্থান নেয়া সাগরের
সহযোগী মামুনসহ তিনজন কিশোরীকে জোর করে ধরে পাশের এক কাঠ বাগানে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে।

ওসি বলেন, এ ঘটনায় কিশোরীর মা কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
ভোক্তভোগীর আভিযোগের সূএে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে সাগরকে না পেয়ে তার বাবা মুন্না এবং মামুন নামের যুবককে আটক করে।

এম. এস রুকন (গাজীপুর).
২৫/৩/২০২১

Loading


শিরোনাম বিএনএ