বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে ওডিসি ক্রাফট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।মঙ্গলবার (২৫ মার্চ) সকালের দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় কারখানাটির প্রায় ১’শ শ্রমিক এ বিক্ষোভ শুরু করে।
শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা বেতন পরিশোধ করা হবে কি না এবিষয়ে কোন কিছু না জানালে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তবে অবরোধের পরে কারখানা কর্তৃপক্ষ আগামী বুধবার বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেয়।
এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, শ্রমিকরা সড়কে নেমে আসলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়। পরে তারা আগামী সপ্তাহে বুধবার বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।
বিএনএ/ ইমরান খান, ওজি