বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে সিএনজি অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে তানিয়া (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নাজিরহাট পৌর এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়
আহতরা হলেন-পারভেজ (৩৩), কাজলী দাশ (৫০)।
স্থানীয়রা জানায়, বিকেলে নাজিরহাট পৌর এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ফটিকছড়ির সদরমুখী সিএনজি অটোরিকশা ও হাটহাজারীমুখী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন। এর মধ্যে আহত পারভেজের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত কাজলী দাশকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ বলেন, সিএনজি অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে । গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। তবে গাড়ি দুটির চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী