23.6 C
আবহাওয়া
৪:২৩ পূর্বাহ্ণ - মার্চ ২৮, ২০২৫
Bnanews24.com
Home » চুরি করতে গিয়ে বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ১

চুরি করতে গিয়ে বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ১

চুরি করতে গিয়ে বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ১

বিএনএ, চট্টগ্রাম: নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে চোরকে দেখে ফেলায় তাসলিমা বেগম রোজি (৬০) নামের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তারেক (৩৫) নামের এক যুবক।

সোমবার(২৪ ফেব্রয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামের আলী আহমেদ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ।

নিহত রোজি নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনুর মা।

পুলিশ জানায়, ঘটনার পর সন্দেহভাজন যুবক তারেককে আটক করা হয়। রাতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে বৃদ্ধ নারী রেজিকে চাপাতি দিয়ে কুপিয়েছে বলে স্বীকার করেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতিটি উদ্ধার কর হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, স্বামী পরিত্যক্তা তাসলিমা বেগম রোজি জালিয়াল গ্রামে বাপের বাড়িতে একা ঘরে থাকতেন। রাত ৮টার দিকে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে তারেক ওই ঘরে চুরি করতে ঢুকলে বৃদ্ধা রোজি দেখে ফেলেন। এ সময় তিনি চিৎকার করলে তারেক তাকে চাপাতি দিয়ে মাথায় ও ঘাড়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যান। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। আটক মো. তারেক (৩৫) জালিয়াল গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ