20 C
আবহাওয়া
১:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৫

অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৫


বিএনএ,খাগড়াছড়ি : মানিকছড়ির বটতলীতে অভিযান চালিয়ে ৫ জন পাহাড়ী সন্ত্রাসীসহ বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, এবং আইইডি সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ ফেব্রুয়ারী) ভোর ৪ টায়  বটতলী দক্ষিন কাঞ্চননগর এলাকায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানে ৫ জন পাহাড়ী  সন্ত্রাসী আটকসহ বিপুল পরিমানে অস্ত্র, গোলাবারুদ, এবং আইইডি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তার মধ্যে রয়েছে – ১ টি একে-৪৭ রাইফেল (৭ রাউন্ড এ্যামোনিশন এবং ১টি ম্যাগাজিনসহ), ১ টি এম-১ রাইফেল (২৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ), ১টি একে-২২ রাইফেল (আনুমানিক ২০০ রাউন্ড এ্যামোনিশনসহ), ৪টি মর্টার, ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল-চায়না (৩ রাউন্ড এ্যামোনিশনসহ), ১টি এলজি লং ব্যারেল রাইফেল (৩৬ টি এলজি কার্তুজ), ১ টি এলজি সর্ট ব্যারেল রাইফেল, বিপুল পরিমান আইইডি সরঞ্জামাদি এবং ব্যবহৃত ইউনিফর্ম।

আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত সরঞ্জাম পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিএনএ/ আনোয়ার, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ