16 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে চোরাই প্রাইভেট কারসহ গ্রেফতার ১

চট্টগ্রামে চোরাই প্রাইভেট কারসহ গ্রেফতার ১

চট্টগ্রামে চোরাই প্রাইভেট কারসহ গ্রেফতার ১

বিএনএ, চট্টগ্রাম :চট্টগ্রামে চোরাই কার সহ জামাল হোসেন বাবুল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক (উত্তর) বিভাগ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে কারটি উদ্ধার করা হয়।আটক জামাল হোসেন বাবুল (৩৮) বরিশালের কোতোয়ালী থানার নবগ্রাম রুইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। গাড়িসহ আটক ব্যক্তিকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে কর্মরত সার্জেন্ট নছরুল্লাহ গাড়িটিকে দাঁড় করাতে সংকেত দেন। কিন্তু গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করে। পরবর্তীতে পথচারীদের সহায়তায় তিনি গাড়িটি আটক করেন।  একপর্যায়ে চালক জানান গাড়িটি কর্ণফুলী এলাকা থেকে চুরি করে এনেছেন।

ট্রাফিক (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদীন গণমাধ্যমকে জানান, সার্জেন্ট নছরুল্লাহ নিজ কর্তব্যে অবিচল থেকে দৃঢ়তার সঙ্গে কাজটি করেছেন। তার এ কাজে ট্রাফিক উত্তর বিভাগের কর্মদক্ষতার প্রকাশ ঘটেছে। তাকে পুরস্কৃত করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ