বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অপরাধে মো. সাগর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন প্রাণ হরিদাস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সীতাকুণ্ড থানার বাড়বকুন্ড এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
র্যাব-৭,চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, সীতাকুণ্ড এলাকায় এক নারীকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেয়ার হুমকি দেয়। এঘটনায় চারজনকে আসামি করে গত বছরের ৫ অক্টোবর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
ওই মামলার ছায়াতদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। বৃহস্পতিবার রাতে মামলার ৩ নং ও সর্বশেষ পলাতক আসামি মো.সাগরকে গ্রেপ্তার করা হয়। সে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণের সত্যতা স্বীকার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ২৪.কম/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন