30 C
আবহাওয়া
৬:১৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » এমভি বে ওয়ান চট্টগ্রামের পতেঙ্গায় ফিরছে

এমভি বে ওয়ান চট্টগ্রামের পতেঙ্গায় ফিরছে

চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটের বে-ওয়ান ক্রুজ শিপে আগুন!

বিএনএ, চট্টগ্রাম: ৮শত পর্যটকবাহী জাহাজ এমভি বে ওয়ান মাঝ সমুদ্রে দীর্ঘ অপেক্ষার পর  সেন্টমার্টিন না গিয়ে অবশেষে চট্টগ্রামের পতেঙ্গা ঘাটে ফিরে আসছে। বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি) রাত ১১টায় সেন্টমার্টিনের উদ্দেশ্য চট্টগ্রাম ছেড়ে যায় প্রমোদতরীটি। কিন্ত চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহি:নোঙ্গরে পৌঁছার পর MV. Bay One জাহাজটির ইঞ্জিনরুমে আগুন লাগে। ব্যাপক কালো ধোঁয়া নির্গত হতে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে দ্রুত আগুন নির্বাপন ও ধোঁয়া  বের হওয়া বন্ধ করতে সক্ষম হলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

শুক্রবার(২৫ফেব্রুয়ারি) সকাল ১০টা নাগাদ চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী জাহাজ কান্ডারী-১০ পর্যটকবাহী জাহাজ এমভি বে ওয়ান (MV. Bay One)কে টেনে টেনে চট্টগ্রাম উপকূলের জাহাজ ঘাটের দিকে নিয়ে আসতে শুরু করে। কর্ণফুলী নদীর মোহনা থেকে ১৭নটিক্যাল মাইল গভীর সাগরে প্রমোদতরীটি অগ্নিকান্ডের ঘটনার পর অবস্থান করছিল।

আগের নিউজ  :

মাঝ সমুদ্রে আটকে আছে সেন্টমার্টিনগামী এমভি বে ওয়ান

চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটের বে-ওয়ান ক্রুজ শিপে আগুন!

আপডেট সকাল ১১টা(শুক্রবার)

বিএনএ নিউজ ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ