21 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজমাইন আজিম আয়ান (২২) নামে এক যুবককে প্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ওই ছাত্রী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে খুলশী এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা বুধবার (২৪ ফেব্রুয়ারি) তিনজনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন।

মামলায় আজমাইন আজিম আয়ানকে প্রধান আসামি এবং দুজন সহযোগীকে আসামি করা হয়েছে। তারা হলেন- তারেক আজিজ (২২) এবং মোকারাম হোসেন (২২)।

গ্রেপ্তার আইয়ান চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার মো. নাছিরের পুত্র এবং একটি ইংলিশ মিডিয়াম কলেজের ও লেভেলের ছাত্র।

পুলিশ জানায়, ওআর নিজাম রোড়ের একটি বাসায় ধর্ষণের শিকার ছাত্রী তার সহপাঠীসহ গত ১৫ দিন ধরে প্রাইভেট পড়ত। প্রাইভেটে যাওয়ার পথে ওই মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত ছেলেটি। এটা নিয়ে ওই ছেলের বাবার কাছে অভিযোগও করেন মেয়ের পরিবার। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বুধবার বিকেলে ওআর নিজাম রোডে মেয়েটি প্রাইভেটে গেলে ছেলেটি তাকে মারধর করে। পরে মেয়েটিও তাকে মারধর করার চেষ্টা করে। এরপর বিষয়টি মিমাংসার জন্য ছেলেটি কৌশলে ৩ নম্বর রোড়ের মাথা থেকে ১ নম্বর রোড়ের ১৪ নম্বর বাড়ির ছাদে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আজমাইন আজিম আয়ানকে বৃহস্পতিবার সকালে খুলশী এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ