20 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ফিলিস্তিনি করের টাকা নিয়ে টালবাহানা ইসরায়েলের

ফিলিস্তিনি করের টাকা নিয়ে টালবাহানা ইসরায়েলের

ফিলিস্তিন-ইসরায়েল

বিশ্ব ডেস্ক: এবার ফিলিস্তিনি করের টাকা নিয়ে টালবাহানা করছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। পশ্চিমতীর থেকে প্রতিমাসে বিভিন্নখাতে আদায়কৃত করের টাকা নরওয়েতে জমা রাখছে দেশটি। এ টাকায় গাজা ও পশ্চিমতীরের ফিলিস্তিন কর্তৃপক্ষের সরকারি কর্মচারিদের বেতন দেয়া হত।

বাতিল প্যারিস প্রোটোকল ও অসলো চুক্তির ক্ষমতা বলে ইসরায়েল তার কর্মচারীদের দিয়ে ফিলিস্তিনিদের কাছ থেকে আমদানী রপ্তানী কর, ভূমি কর, ভ্রমণ করসহ নানা ধরনের কর আদায় করে থাকে।

ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) পরিবর্তে গাজার জন্য নির্ধারিত ট্যাক্স নভেম্বর থেকে নরওয়েতে পাঠিয়ে দিচ্ছে। সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের অনুমতি ছাড়া এই অর্থ কাউকে দেয়া যাবে না।

 

১৯৯০ দশকে উপনীত একটি চুক্তির শর্তাবলীর অধীনে ইসরায়েল ফিলিস্তিনিদের পক্ষে ট্যাক্স সংগ্রহ করে এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিকট তা প্রতিমাসে স্থানান্তর করে।

২০০৭ সালে গাজা উপত্যাকায় হামাস ক্ষমতায় অধিষ্ঠিত হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অনেক কর্মচারি সেখানে থেকে যায়। পশ্চিমতীরে আদায়কৃত অর্থ থেকে তাদের বেতন পাঠানো হত।

৭ অক্টোবর ২০২৩ দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার কয়েক সপ্তাহ পর, ইসরায়েল গাজা উপত্যকায় ওই কর্মচারীদের জন্য নির্ধারিত অর্থ প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এখন ইসরায়েল বলেছে, গাজার পরিবর্তে হিমায়িত তহবিল নরওয়েতে পাঠাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “হিমায়িত তহবিল ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে না, তবে তৃতীয় কোনো দেশের হাতে থাকবে।”

ইসরায়েল কেন ফিলিস্তিনি ট্যাক্স রাজস্ব নিয়ন্ত্রণ করে?

যে ব্যবস্থার মাধ্যমে কর এবং শুল্ক ইসরায়েল  ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ)   পক্ষ থেকে সংগ্রহ করে এবং মাসিক ভিত্তিতে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে তা দুপক্ষ  ১৯৯৪ সালে চুক্তিতে সম্মত হয়েছিল।

প্যারিস প্রোটোকল নামে পরিচিত, এই চুক্তিটি দুটি রাষ্ট্রের মধ্যে একটি চূড়ান্ত শান্তি মীমাংসা না হওয়া পর্যন্ত ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চলগুলির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পরিচালনা করার উদ্দেশ্যে ছিল।

 

 

অসলো ১৯৯৩ সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী  আইজাক রবিন এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত দ্বারা প্রকাশ্যে অনুমোদন করা হয়েছিল, এই প্রোটোকলটি পাঁচ বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

যাইহোক, ৩০ বছর পরেও আর্থিক বন্দোবস্ত জোর করে ইসরায়েল হাতে রেখে দেয়।

ইসরায়েল কত টাকা আটকে রেখেছে?

 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) র পক্ষ থেকে ইসরায়েল দ্বারা সংগৃহীত ট্যাক্স রাজস্ব প্রতি মাসে প্রায় ১৮৮ মিলিয়ন ডলার এবং কর্তৃপক্ষের মোট রাজস্বের ৬৪ শতাংশ।

 

এর একটি বড় অংশ পশ্চিম তীর এবং গাজায় কর্মরত আনুমানিক ১লাখ ৫০হাজার ফিলিস্তিন সরকারের কর্মচারীদের বেতন প্রদানের জন্য ব্যবহৃত হয়, যদিও গাজার ওপর এর কোন এখতিয়ার নেই।

 

গত ৩ নভেম্বর ২০২৩, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ফিলিস্তিনি ট্যাক্স রাজস্বের মোট ২৭৫ মিলিয়ন ডলার আটকে রাখার পক্ষে ভোট দেয়, যার মধ্যে রয়েছে আগের মাসগুলির জন্য সংগৃহীত নগদ যা এখনও তেল আবিব সরকারের কাছে জমা রয়েছে৷

 

প্যালেস্টাইন ইকোনমিক পলিসি রিসার্চ ইনস্টিটিউট-এমএএস-এর গবেষণা পরিচালক রাবেহ মোরার সাংবাদিকদের বলেন, “কর রাজস্বের কতটা গাজায় যায় সে সম্পর্কে পিএ স্পষ্ট নয় – এটি একটি কালো বাক্স।” “কখনও কখনও তারা বলে ৩০ শতাংশ, কখনও ৪০, কখনও ৫০।”

 

ইসরায়েলের মন্ত্রিসভা সম্প্রতি  গাজার পিএ কর্মীদের জন্য আগে বরাদ্দ করা মাসিক কর রাজস্ব প্রদানের পরিবর্তে একটি নরওয়েজিয়ান ভিত্তিক ট্রাস্ট অ্যাকাউন্টে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, ইসরায়েলের অনুমতি ছাড়া গাজার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য তহবিল থেকে এই অর্থ ছাড় করা যাবে না।

 নরওয়েতে তহবিল পাঠানোর পরিকল্পনার বিরোধিতাকারী ইসরায়েলি সরকারের একমাত্র সদস্য ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির।

ইস্রায়েল কীভাবে পিএ-র উপর ‘অসমানুপাতিক প্রভাব’ প্রয়োগ করে?

 ইসরায়েলি রাষ্ট্র প্রায়ই পিএ এর কর রাজস্বের নিয়ন্ত্রণ নিয়ে কর্তৃপক্ষকে ব্ল্যাকমেল এবং শাস্তি দেওয়ার উপায় হিসাবে ব্যবহার করে আসছে।

ফিলিস্তিনের ট্যাক্স বা রাজস্বের টাকা ইসরাইয়েল কর্তৃক আদায়ের বিরোধীতা করে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে অভিযোগ দিলে ২০২৩ সালের জানুয়ারিতে নবগঠিত ইসরায়েলি সরকার – যাকে দেশের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী জোট সরকার হিসাবে দেখা হয় – পিএকে ৩৯মিলিয়ন ডলার রাজস্ব না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্বের খবরদারি বজায় রাখতে এই অর্থকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইহুদি রাষ্ট্র।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেন, “আমাদের রাজস্ব নিয়ে ইসরায়েলের ব্ল্যাকমেইলিং বন্ধ করতে রাজনৈতিক ও কূটনৈতিক সংগ্রাম চালিয়ে যেতে হবে।

  

ফিলিস্তিনে ইসরায়েলের জনগণের অর্থ প্রত্যাহারের কী প্রভাব পড়েছে?

 “পিএ স্থানীয় ব্যাংক, হাসপাতাল, চিকিৎসা কোম্পানি এবং বেসরকারি খাতের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার অভ্যন্তরীণ ঋণ পাওনা, রয়েছে। ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিন কর্তৃপক্ষকে সে অর্থ প্রদান করছেনা।

করের অর্থের অংশ ফিলিস্তিনকে  ইসরায়েল না দেয়ায় পিএ তার সমস্ত কর্মচারীদের বেতন ২০২১সালে ২৫শতাংশ কমাতে বাধ্য হয়।

গত নভেম্বর থেকে যখন ইসরায়েল গাজার জন্য বরাদ্দকৃত তহবিল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, তখন পিএ প্রতিবাদে কোনো অর্থ গ্রহণ করতে অস্বীকার করেছে।

 গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের প্রেক্ষিতে ৭ অক্টোবর থেকে ২৫হাজারের  এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ইসরায়েলের শর্ত প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের ফলস্বরূপ, PA এক মাসের জন্য কর্মচারীদের বেতন দিতে সক্ষম হয়নি । দখলকৃত পশ্চিম তীর ইসরায়েলি হুকুমের দয়ায় রয়ে গেছে। .

প্রকৃতপক্ষে,গাজা- ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীর থেকে প্রায় ১লাখ ৩০হাজার শ্রমিকদের কাজের অনুমতি স্থগিত করেছে। এবং ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অধিকৃত পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে মোট ৩৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা।

 

বিএনএ,  এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ