20 C
আবহাওয়া
২:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ফিলিস্তিনের আজকের খবর

ফিলিস্তিনের আজকের খবর

খান ইউনিস শহরে ইসরায়েলি সৈন্য-হামাসের মধ্যে তীব্র যুদ্ধ

বিশ্ব ডেস্ক: কয়েকশ মৃতদেহ হাসপাতালের মাঠেই গণ কবর দেয়া হয়েছে। বুধবার(২৪ জানুয়ারি২০২৪) ফিলিস্তিনের গাজা উপত্যাকার খান ইউনিস শহরের আল নাসের হাসপাতাল প্রাঙ্গনে এমন কবর দিতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের আজকের ২৫জানুয়ারির উল্লেখযোগ্য খবর-সূত্র আলজাজিরা।

গত সোমবার হতে খান ইউনিস শহরে হামাস যোদ্ধাদের সাথে তীব্র লড়াই করে যাচ্ছে দখলদার ইহুদি রাষ্ট্রের সেনাবাহিনী।  জাতিসংঘ পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রাণালয় জানিয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতাল ইসরায়েলি সৈন্যরা অবরুদ্ধ করে রাখায় এবং পাশের ভবনগুলোতে আকাশ হতে বোমা হামলার প্রেক্ষিতে চরম ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রাণ নিয়ে ছোটাছুটি করছে স্থানীয় ফিলিস্তিনিরা। কয়েকশ মৃতদেহ হাসপাতালের মাঠেই গণ কবর দেয়া হয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ রিপোর্ট করেছে যে হাসপাতালটিতে ৪০০ ডায়ালাইসিস রোগী রয়েছে।

খান ইউনিস শহর চারদিক থেকে ঘেরাও করে হামাস নির্মূলের নামে সাধারণ ফিলিস্তিনিদের ওপর চরম অত্যাচার, নিপীড়ন এবং হত্যা করছে বর্বর নেতা নিয়াহুর সেনাবাহিনী।

হাসপাতালে এলাকায় কারফিউ

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (PRCS) বুধবার রাতে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের সদর দফতর এবং আল-আমাল হাসপাতালে ইসরায়েলি অবরোধ এবং হাসপাতাল এলাকায়  কারফিউ জারির ঘটনায় তীব্র উদ্ধেগ প্রকাশ করেছে।

পিআরসিএস এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালের আশেপাশে নিবিড় গোলাবর্ষণ, সব দিক থেকে আসা সাঁজোয়া সামরিক যানের তীব্র শক্তিবৃদ্ধি আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।

পিআরসিএস বলেছে, ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স চলাচলসহ  হতাহতদের হাসপাতালে আনা নেয়ার কাজে নিয়োজিত মানবিক দলগুলির চলাচলও নিষিদ্ধ করেছে।বাধা দিচ্ছে।

সোসাইটি তার কর্মীদের, রোগীদের এবং হাজার হাজার বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে যারা তার সদর দফতর এবং আল-আমাল হাসপাতালে আশ্রয় নিয়েছিল।

দক্ষিণ আফ্রিকার মামলার রায় শুক্রবার

গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় শুক্রবার রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫হাজার৭০০ জন নিহত এবং ৬৩হাজার৭৪০ জন আহত হয়েছে।৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩৯।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নুসিরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানের বোমা হামলায় চার শিশু নিহত হয়েছে।

মসজিদে বোমা হামলা

ওয়াফা আরও জানায় যে বুধবার রাফাহ শহরের ওমর বিন আব্দুল-আজিজ মসজিদে ইসরায়েলি বোমা হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ