19 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সিএসইতে ৭ স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন

সিএসইতে ৭ স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

বিএনএ, ঢাকা: দেশের বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন সাত স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নিয়োগপ্রাপ্তরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নতুন পর্ষদ গঠনে ৭জন স্বতন্ত্র পরিচালক নিয়োগে অনুমোদন দিয়েছে কমিশন। যারা আগামি ৩ বছর দায়িত্ব পালন করবেন।

অনুমোদন পাওয়া ৭জন স্বতন্ত্র পরিচালকের মধ্যে বর্তমান চেয়ারম্যান আসিফ ইব্রাহিমও আছেন। এছাড়া আব্দুল হালিম চৌধুরী, কাসিফ রেজা চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসাইন (এফসিএ), ইস্তার মহল ও মোহাম্মদ নকিব উদ্দিন খান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ