19 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ওয়ানডে ক্রিকেটে শীর্ষে ভারত

ওয়ানডে ক্রিকেটে শীর্ষে ভারত


বিএনএ, স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে জয় পেয়ে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিয়ে শীর্ষস্থানে উঠে এলো ভারতীয় ক্রিকেট দল।

একদিনের ক্রিকেট ফরম্যাটে এই নিয়ে ভারতীয় ক্রিকেট দল টানা সাতটা ম্যাচ জিতল। নিউ জিল্যান্ড সিরিজের আগে শ্রীলঙ্কাকেও ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দল টানা দুটো ওডিআই সিরিজ ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করল। আর এবার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে।

টি-২০ ক্রিকেটে তো আগে থেকেই এক নম্বর জায়গাটা ধরে রেখেছিল ইন্ডিয়া। এবার রোহিত শর্মার নেতৃত্বে আগামী মাসে আয়োজিত ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ যদি ভারত জিততে পারে, তাহলে তিনটে ফরম্যাটেই ভারত শীর্ষ আসন গ্রহণ করতে পারবে।

৯৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ