21 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বিদ্যুৎ ফিরলো শাবি উপাচার্যের বাসভবনে

বিদ্যুৎ ফিরলো শাবি উপাচার্যের বাসভবনে

শাবি

বিএনএ, সিলেট : প্রায় ২৮ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বলে জানা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থী উমর ফারুক বলেন, উপাচার্যের বাসভবনে বিদ্যুতের যে লাইনটি গিয়েছে সেই একই লাইন থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০/৩৫ জন কর্মচারীর বাসায়ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

তিনি বলেন, উপাচার্য ভবনের সংযোগ বিচ্ছিন্ন করায় ওই কর্মচারীরাও বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। তাদের বাসায় অনেক রোগীরা সমস্যায় পড়েছেন জানিয়ে কর্মচারীরা আমাদের কাছে বিদ্যুৎ সংযোগ সচল করে দেয়ার অনুরোধ করেন। তাদের অনুরোধে আজ রাতে আমরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছি।

উল্লেখ্য, এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আন্দোলনকারীরা উপাচার্য ভবনের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ