18 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ নারী ফুটবলার

ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ নারী ফুটবলার

ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ নারী ফুটবলার

বিএনএ, ডেস্ক: বর্ণবাদী আচরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আর্জেন্টিনার ৪ নারী ফুটবলারকে নিবর্তনমূলকভাবে আটক রাখার আদেশ দিয়েছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ। গত সপ্তাহে সাও পাওলোতে লেডিস কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে ব্রাজিলের গ্রেমিও ক্লাবের মুখোমুখি হয় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।

বর্ণবাদী মন্তব্যের জেরে ম্যাচ শেষে রিভার প্লেটের ফুটবলার কান্দেলা দিয়াস, কামিলা দুয়ার্তে, হুয়ানা কাঙ্গারো ও মিলাগ্রোস দিয়াসকে গ্রেপ্তার করা হয়।

সাও পাওলোর জননিরাপত্তা বিভাগ জানায়, সেই ৪ ফুটবলার যেন ব্রাজিল ছেড়ে যেতে না পারেন, সে কারণেই সোমবার (২৪ ডিসেম্বর) বিচার বিভাগীয় কর্মকর্তারা আদেশ দিয়েছেন তাদের নিবর্তনমূলকভাবে আটক রাখার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ক্যামেরার বাইরে কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করেন কান্দেলা দিয়াস। সেখানে বলবয়কেও দেখা যায়। গ্রেমিওর ফুটবলাররা বলবয়ের পক্ষ নিতে এলে তাদেরও বর্ণবাদী আচরণের শিকার হতে হয়। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে গ্রেমিও।

লেডিস কাপের আয়োজক এক বিবৃতিতে জানায়, রিভার প্লেটকে ইতোমধ্যেই বাদ দেওয়া হয়েছে এবং আগামী দুই বছরের জন্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

নিজের ফুটবলারদের আচরণে নিন্দা জানিয়েছে রিভারপ্লেটও। এক বিবৃতিতে তারা জানায়, এই অভিযোগের বিপরীতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের আচরণ নির্মূল করার জন্য কাজ চালিয়ে যাবে ক্লাবটি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ