18 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করলো ইসরায়েল

ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করলো ইসরায়েল


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বক্তব্যে হানিয়াকে গুপ্তহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতৃত্বকেও একইভাবে নিশ্চিহ্ন করা হবে। খবর দ্য গার্ডিয়ান।

সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ক্যাটজ বলেন, ‘আমরা হুতিদের ওপর কঠোর আঘাত হানব। তাদের নেতৃত্বকে নির্মূল করব। তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরাল্লাহকে যেভাবে (হত্যা) করেছি, হোদেইদা ও সানায় সেভাবেই করব।’

গত ৩১ জুলাই হানিয়া নিহত হওয়ার পর থেকে ইসরায়েলকেই দায়ী করে এসেছে ইরান ও হামাস। ক্যাটজের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো এই গুপ্তহত্যার দায় স্বীকার করল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জুলাইয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন হানিয়া। সেখানে ইসরায়েলের আগে থেকে পেতে রাখা বিস্ফোরকে প্রাণ হারান তিনি।

১৬ অক্টোবর হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারকে গাজায় হত্যা করে আইডিএফ।

এর আগে ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত হন তৎকালীন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ