27 C
আবহাওয়া
৬:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » খেরসনে রুশ হামলায় নিহত ৭

খেরসনে রুশ হামলায় নিহত ৭

খেরসনে রুশ হামলায় নিহত ৭

বিএনএ, বিশ্ব ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে শনিবার রুশ সামরিক হামলায় অন্তত সাতজন নিহত এবং আরো ৫৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো এ তথ্য জানিয়েছেন।

খেরসন অঞ্চলের প্রসিকিউটর অফিস তার সোশ্যাল মিডিয়া পেজে বলেছে, অন্তত আটজন বেসামরিক লোক নিহত হয়েছে।

জরুরী পরিষেবাগুলো জানিয়েছে, শনিবার রুশ হামলায় পরে শহরের একটি আবাসিক এলাকায় কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। ৪০ মিনিটের পরে আগুন নিভিয়ে ফেলা হয়েছিল কিন্তু মৃত ও আহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে হামলার ছবি প্রকাশ করে এই হামলাকে ‘সন্ত্রাস’ বলে নিন্দা করেছেন। তিনি হামলাটিকে বড়দিনের আগে ‘ভীতি প্রদর্শন এবং আনন্দের জন্য হত্যা’ বলেও অভিহিত করেছেন।

এদিকে বাখমুতে রুশ অভিযান চলছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তার ফেসবুকে বলেছেন, রুশ সৈন্যরা গত ২৪ ঘন্টায় ট্যাংক, মর্টার এবং রকেট আর্টিলারি ব্যবহার করে বাখমুতের কাছে আক্রমণ শুরু করেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ