19 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ


বিএনএ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় একটি কারখানায় এয়ার ফ্রেশনার রিফিল করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন— বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) ও আল আমিন (২৪)।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ১০ জনকে এই হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কার শরীরের কত শতাংশ বার্ন হয়েছে সে বিষয়টি এখন নির্ধারণ করা সম্ভব হয়নি।তবে সবার অবস্থা আশঙ্কামুক্ত ।

বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ