19 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মানসিক সমস্যা থেকে ৬ ইসরায়েলি সেনার আত্মহত্যা

মানসিক সমস্যা থেকে ৬ ইসরায়েলি সেনার আত্মহত্যা


বিএনএ ডেস্ক : গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ করতে গিয়ে মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে গত কয়েক মাসে অন্তত ছয় ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে । অঘোষিত ও প্রকৃত আত্মহত্যাকারী সেনার সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। তবে আত্মহত্যাকারী সেনাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েলি দৈনিক ইয়াদিওত আহারোনোথ শুক্রবার এ খবর জানায়।

গাজা যুদ্ধ থেকে ফিরে যাওয়া হাজার হাজার ইসরাইলি সেনা মানসিক চিকিৎসা কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে। তাদের মধ্যে অনেকেই ভয়ঙ্কর ট্রমায় আক্রান্ত হয়ে পড়েছে। রিপোর্টে বলা হয়েছে, গাজা যুদ্ধে আহত ইসরায়েলি সেনার চেয়ে মানসিক ট্রমায় আক্রান্ত সেনার সংখ্যা বেশি হতে পারে।

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত  গাজার অন্তত ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় এক লাখ পাঁচ হাজার। এছাড়া, আরো হাজার হাজার গাজাবাসী নিখোঁজ রয়েছেন যাদের সবাই নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের মরদেহ ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নীচে চাপা পড়ে রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ