19 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়ল ১ মাস

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়ল ১ মাস


বিএনএ ঢাকা: সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে তা আগামী ৩১ ডিসেম্বর করা হয়েছে।

জনপ্রশাসন সচিব বলেন, ‘গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। ফলে এটা কীভাবে জমা দিতে হবে, অনেকেই বুঝতে পারছেন না। এ জন্য সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।’

সম্পদ বিবরণী কে কোথায় জমা দেবেন

নবম বা তদূর্ধ্ব গ্রেডের ক্যাডার/নন-ক্যাডার কর্মকর্তা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের সচিবের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন।

দশম থেকে ২০তম গ্রেডের গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তা/কর্মচারীরা নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন।

সম্পদ-বিবরণী দাখিল করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে ছকটি সংগ্রহ করা যাবে। সম্পদ বিবরণীটি সিলগালা করা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ