বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাটে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক আবুল কালাম (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
নিহত আবুল কালাম উপজেলার খরনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। আহতরা হলেন- মো. আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মর্জিনা বিনতে হ্যাপি। তারা দুইজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকিপাড়া গ্রামে।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় কমলমুন্সির হাটের পূর্ব পাশে কক্সবাজারগামী কিং ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ঘটনাস্থলে নিহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর ওই সড়কের দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিএনএনিউজ/ বিএম/শাম্মী