27 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর একাধিক স্থানে অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজধানীর একাধিক স্থানে অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজধানীর একাধিক স্থানে অটোরিকশা চালকদের বিক্ষোভ

বিএনএ, ঢাকা: ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ করেছেন চালকরা। সায়েন্সল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুরের বসিলা, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় তাদের এ বিক্ষোভ চলছে। একই দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচী পালন করছেন আন্দোলনকারীরা। এই অবস্থান কর্মসূচীতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যাটারীচালিত রিক্সাচালকরা যোগ দিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে রিকশাচালকরা এ অবরোধ শুরু করেন। এতে রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটারিচালিত রিকশা চালকরা যাত্রাবাড়ির কাজলার দিক থেকে মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগের (যাত্রাবাড়ী) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন। তারা শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ, মিরপুর, কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। পরের দিন বৃহস্পতিবারও (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মানুষ। সড়ক অবরোধ করে মহাখালী রেলক্রসিংসহ রেললাইনে অবস্থান নেন তারা। রেলপথ অবরোধ করে আন্দোলন করায় যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার চান। তারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন। দেশে সিটি করপোরেশন থেকে প্যাডেলচালিত রিকশার লাইসেন্স দেয়ার বিধান আছে। তবে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার বিধান নেই। ২০১৩ ও ২০১৪ সালে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে রিট করা হয়েছিলো। হাইকোর্ট ওই দুই রিটই খারিজ করে দেন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ