22 C
আবহাওয়া
৫:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সার্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

সার্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ থেকে। বাংলাদেশ সময় রাত একটায় লুসাইল স্টেডিয়ামে লাতিন পরাশক্তি পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি মুখোমুখি হবে সার্বিয়ার।

এর আগে ব্রাজিল ও সার্বিয়ার মধ্যে মাত্র দুইটি ম্যাচ হয়েছে। এর মধ্যে একটি ছিল গত বিশ্বকাপে, যেখানে ২-০ গোলে জয় পায় তিতের শিষ্যরা। অন্য ম্যাচটি হয়েছিল ২০১৪ সালে। আন্তজার্তিক সেই প্রীতি ম্যাচেও জিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, ১-০ ব্যবধানে।

দুই দলের পরিসংখ্যান :

* এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেলেসাওরা।

* ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই খেলেছে ব্রাজিল। তবে গত ২০ বছরে খেলতে পারেনি ফাইনাল, সর্বশেষ ২০০২ সাল বিশ্বকাপে তারা ফাইনালে ২-০ গোলে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল।

* বাছাইয়ে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপের টিকেট পায় ব্রাজিল। সবচেয়ে বেশি ৮ গোল করেন দলটির সুপারস্টার নেইমার।

* সার্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার আলেকসান্দার মিত্রোভিচ (৫০ গোল) এবারের বিশ্বকাপের বাছাইয়ে গোল করেছেন ৮টি। তবে চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরু থেকে তার খেলা অনিশ্চিত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ