20 C
আবহাওয়া
১০:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » কানাডাকে ১-০ গোলে হারাল বেলজিয়াম

কানাডাকে ১-০ গোলে হারাল বেলজিয়াম


বিএনএ স্পোর্টস ডেস্ক : কানাডার বিরুদ্ধে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেল বেলজিয়াম। বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাতে মাঠে নামে দুদল। গ্রুপ ‘এফ’-এ আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় তারা। একমাত্র গোলটি করেন মিচি বাতশুয়াই।

ম্যাচের প্রথমার্ধে চাপ তৈরি করে শট বেশি নিয়েছে কানাডা। কিন্তু বিরতির ঠিক আগে প্রতি আক্রমণে এগিয়ে যায় বেলজিয়াম। মাঝমাঠের অনেক আগে থেকে উঁচু করে থ্রু বল বাড়ান টবি আল্ডারভাইরেল্ড, আর প্রতিপক্ষের দুজনের মধ্যে দিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে গোলটি করেন ফেনেরবাচের ফরোয়ার্ড বাতশুয়াই।

প্রথমার্ধে ৪৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৪টি শট নেয় তারা, বিপরীতে বেলজিয়ামের মাত্র চারটি। লক্ষ্যে অবশ্য থাকে দুই দলেরই সমান দুটি করে।

বিরতির পরও বেলজিয়াম উল্লেখযোগ্য ভালো খেলা প্রদর্শন করতে পারেনি। উল্টো কানাডা বেশ কয়েকবার শক্ত আক্রমণ চালায়। তবে ভাগ্য সঙ্গে না থাকায় শেষ অবধি সেই ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ